ঝলমলে সুন্দর চুলের জন্য মুলতানি মাটির ৪ হেয়ার প্যাক
আদিকাল
থেকে রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে,
দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহারের কোন বিকল্প নেই। এটি ত্বক পরিষ্কার
করে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। অতি পরিচিত এই মাটি শুধু ত্বক
নয়, চুল পরিচর্যাতেও ব্যবহৃত হয়ে থাকে। এটি চুল পরিষ্কার করার সাথে সাথে
চুল মুজবুত করতে, খুশকি দূর করে চুলকে আরও সুন্দর ও সাস্থ্যজ্জল করে থাকে।
এছাড়া স্কাল্পের অতিরিক্ত তেল শুষে নিয়ে রক্ত সঞ্চালন ঠিক রাখে।
মুলতানি মাটির ৪ হেয়ার প্যাক
আসুন জেনে নিই, মুলতানি মাটি ব্যবহার করে চুলের কিছু প্যাক।
শুষ্ক চুলের জন্য
৪
চা চামচ মুলতানি মাটি, ১/২ কাপ টক দই দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই
প্যাকটি চুলে ভাল করে লাগান। ১/২ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি
চুল পড়া রোধ করার সাথে সাথে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে থাকে। এই
প্যাকটির সাথে লেবুর রস যুক্ত করতে পারেন। লেবুর রস আপনার চুলের খুশকি দূর
করে থাকে। ২ টেবিল চামচ মধু যোগ করে নিতে পারেন চুলকে ঝরঝরে সিল্কি করার
জন্য।
তৈলাক্ত চুলের জন্য
একটি
বাটিতে ৩/৪ টেবিল চামচ মুলতানি মাটি, ১/২ টেবিলচামচ রিঠা পাউডার মিশিয়ে
একটি প্যাক তৈরি করে রাখুন। প্যাকটি মিশিয়ে ১ /২ ঘন্টা রেখে দিন। তারপর
চুলের গোড়াসহ পুরো চুলে ভালভাবে লাগান। ১০/১৫ মিনিট পর তা ভাল করে শ্যাম্পু
করে ফেলুন। এই প্যাকটি আপনার চুলকে সিল্কি এবং মজবুত করবে।
রুক্ষ্ম চুলের জন্য
রুক্ষ্ম
চুল সিল্কি করার জন্য মুলতানি মাটি খুব ভাল কাজ করে। শ্যাম্পু করার আগের
রাতে চুলে অলিভ অয়েল দিয়ে রাখুন। সকালে গরম পানিতে ভেজানো টাওয়েল দিয়ে চুল
পেঁচিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর মুলতানি মাটি, টক দই দিয়ে তৈরি প্যাক চুলে
লাগান। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল
পেতে এই প্যাকটি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন।
চুল মজবুত করতে
১
কাপ মুলতানি মাটি, ৫ চা চামচ চালের গুঁড়া, ১ টি ডিমের সাদা অংশ, অল্প কিছু
পানি দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর প্যকটি চুলের গোড়াসহ সম্পূণ চুলে
ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি আপনার
চুলের গোড়া মজবুত করে থাকে।
মুলতানি মাটির প্যাক ব্যবহারে আগে চুল খুব ভাল ভাবে আঁচড়ে নিতে হবে। ভাল ফল পেতে চাইলে আগের রাতে চুলে তেদিয়ে রাখা ভাল।
রেফারেন্স
4 Amazing Multani Mitti Packs For Healthy Hair- stylecraze.com
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।
4 Amazing Multani Mitti Packs For Healthy Hair- stylecraze.com
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।

Comments
Post a Comment