চোখের ফোলা ও কালো দাগ দূর করতে

রাতে ঘুম না হওয়াটা এই যুগের বেশিরভাগ মানুষের জন্য খুবই সাধারন ব্যপার। রাতভর জেগে থেকে সকালে ১/২ ঘণ্টা ঘুমিয়ে শুরু করতে হয় সকালের কাজ। ঘুমঘুম চোখ নিয়ে সকালটা শুরু করা আমাদের কাছে মোটামুটি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে । কিন্তু এই অল্প ঘুমের কারণে পরে আমাদের ম্রিয়মাণ চেহারায় চোখে দেখা যায় ক্লান্তির ছাপ । অনেকের অফিসে বা অন্য কোথাও কোন জরুরি মিটিং  থাকে বা অনুষ্ঠান থাকে । যেখানে চেহারাটা একটু সতেজ থাকা প্রয়োজন। অথচ আগের রাতে ঘুমের অভাবে চোখের কোণে পড়েছে গাঢ় কালি, চেহারাটাও দেখাচ্ছে ক্লান্ত। এ সমস্যা দূর করতে কিছু টিপস দেয়া হল।

চোখের ফোলা ভাব ও কালো দাগ চোখের ফোলা ভাব ও ক্লান্তি দূর করতে হলে আগের রাতে ফ্রিজে রাখা ঠান্ডা ব্যববৃত টি-ব্যাগ দিয়ে ১৫ মিনিট শুয়ে থাকবেন। তারপর চোখ থেকে কান পর্যন্ত হালকা ম্যাসাজ করলে ক্লান্তি কেটে যাবে। পার্টিতে যাওয়ার সময় চোখে হালকা মেকআপ দেওয়াটা ভালো। অন্যান্য দিন যাঁরা মাশকারা বা আইশ্যাডো ব্যববার করেন , তাঁরা কাজল, মাশকারা, ম্যাট পাউডার, আইশ্যাডো ব্যববার করতে পারেন।তবে তা হালকা রঙের হতে হবে। চোখের নিচের কালো দাগ ঢাকার জন্য কনসিলার লাগাতে পারেন। কনসিলার ব্যববার করা হয় ত্বকের কালো দাগ, ত্রুটি ও দাগজনিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। এটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে চোখের কালো দাগ ঢাকতে পেনসিল, লিকুইড বা ক্রিম কনসিলার খুবই উপযোগী। এটি আবার  বিভিন্ন রঙেরও হয়ে  থাকে। যেমন: কালো, গোলাপি, বলদে, জলপাই, কমলা, সাদা, বাদামি ইত্যাদি।
চোখের চারপাশের কালো দাগ দূর করার জন্য হলদে, জলপাই ও কমলা কনসিলার খুবই ভালো। যাদের গায়ের রং ফরসা, তাদের হালকা রঙের কনসিলার ব্যববার করাই ভালো। চোখের কালো দাগের জায়গায় দাগের চেয়ে এক বা দুই রঙের হালকা শেডের কনসিলার ব্যববার করা ভালো। সব সময় ওপর থেকে নিচে করে ত্বকের সঙ্গে এটি মিশিয়ে নিতে হয়। অবশ্যই কনসিলার লাগানোর পর ট্রান্সলুসেন্ট পাউডার লাগাতে ভুলবেন না। এটি লাগানোর পর যদি চিকন গাঢ় মনে হয়, তাহলে অল্প আইক্রিম হালকাভাবে তার   ওপর লাগিয়ে নিতে পারেন।
আমরা অনেক সময় শুনে থাকি চোখ মানুষের মনের কথা বলে। সেই চোখ যদি রাখতে হয় সতেজ আর সুন্দর তাহলে টো একটু কষ্ট করাই যায়।

Comments