বজ্রপাতের সময় করণীয়!!!
বজ্রপাতের সময় নানাভাবে আত্মরক্ষার চেষ্টায় অনেকেই তাড়াহুড়ায় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে সড়ক বা খোলা ময়দানে থাকলে কিভাবে আত্মরক্ষা করতে হবে- সে বিষয়ে কিছু কৌশলের কথা বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাতের ক্ষেত্রে নিরাপদে থাকতে অনুসরণীয় কৌশলগুলো নিচে দেয়া হল।
বজ্রপাতের সময় করণীয়-
১. গাছের নিচে অবস্থান নয় সাধারণত বজ্রপাতের সময় অধিকাংশ মানুষই বড় গাছের নিচে আশ্রয় নিই, যা ভুল এবং ভীষণ বিপজ্জনক। খোলা জায়গায় থাকলে কখনোই বজ্রপাত হলে কোনো বড় গাছের নিচে অবস্থান নেয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে চার মিটার দূরে সরে দাঁড়াতে হবে।
২. উঁচুস্থানে অবস্থান নয়
৩. খোলা জায়গায় অথবা মাঠে থাকা অবস্থায় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে গুটিশুটি মেরে বসে পড়তে হবে, তবে শোয়া যাবে না।
৪. এ সময় মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং জলাশয় থেকে দূরে থাকতে হবে।
৫. নৌকায় থাকার সময় বজ্রপাত হলে নৌকার ছৈয়ের ভেতরে চলে যেতে হবে। নিচু হয়ে নৌকার পাটাতন যথাসাধ্য কম স্পর্শ করে অবস্থান নিতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে।
৭. বৈদ্যুতিক তারের নিচে, তবে বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
৮. সম্ভব হলে বজ্রনিরোধক দণ্ড ব্যবহার করতে হবে।
৯. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো বিদ্যুৎ সংযোগবিহীন রাখতে হবে।
১০. বজ্রপাত থেকে রক্ষার জন্য জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে।
১১. বারান্দায় থাকা যাবে না।
বর্ষার এই মৌসুমে বজ্রপাত খুবই সাধারণ একটি ব্যাপার। আর বজ্রপাতের মত সাধারণ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কারো হতাহত হওয়া মোটেই কাম্য নয়। তাই সচেতন হোন, ভালো ও সুস্থ থাকুন।
Comments
Post a Comment