ঘরে হেয়ার স্পা করতে চাইলে কি করবেন?

ব্যস্ত জীবনে অনেকেরই সময় হয়ে উঠে না পার্লারে গিয়ে নিজের একটু যত্ন নিতে। বিশেষ করে যারা কর্মজীবী মহিলা তাদের জন্য সময় বের করা আসলেই বেশ কঠিন কাজ। আর একারণেই অযত্নের কারণে ত্বক ও চুল খুবই ড্যামেজ হয়ে যায়। ভাবছেন কী করা উচিত?  চলুন তাহলে জেনে নেয়া যাক ঘরেই অল্প খরচে কীভাবে করবেন হেয়ার স্পা।হেয়ার স্পা করার বেশ কয়েকটি ধাপ রয়েছে। একটু সময় বের করে প্রতিটি ধাপ পার করলেই চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত। এবং হেয়ার স্পা মাসে ২ বারের বেশি না করলেও চুলগুলো থাকবে স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে সুন্দর।

ঘরে হেয়ার স্পা করার উপায় -

  • প্রথম ধাপ- ম্যাসাজ

প্রথম ধাপ হচ্ছে হেয়ার অয়েল দিয়ে চুল এবং মাথার ত্বক খুব ভালো করে ম্যাসাজ করা। ভালো কোনো তেল দিয়ে চুল ম্যাসাজ করে নিতে পারেন। এছাড়াও ভিটামিন ই ক্যাপস্যুল তেলের সাথে মিশিয়ে কিংবা ২/৩ ধরণের তেল যেমন অলিভ অয়েল, আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি একসাথে মিশিয়ে তা দিয়ে খুব ভালো করে মাথার ত্বক ও চুল ম্যাসাজ করে নিন ১০-১৫ মিনিট।
  • দ্বিতীয় ধাপ- স্টিম

পার্লারে এই ধাপে স্টিমার দিয়ে চুল স্টিম করে নেয়া হয়। হেয়ার এক্সপার্ট তারান্নুম প্রিয়.কমকে বলেন, ‘আপনি ঘরেই হেয়ার স্টিম করে নিতে পারবেন হট টাওয়েল পদ্ধতিতে। একটি বড় তোয়ালে গরম পানিতে ডুবিয়ে পানি চিপে তা মাথায় পেঁচিয়ে ভাপ নিন চুলে ১৫-২০ মিনিট’।
  • তৃতীয় ধাপ- চুল ধোয়া

তৃতীয় ধাপে আপনি চুল খুব ভালো কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে চুলের তেল চলে যাবে। আপনি চাইলে তেল দিয়ে পুরো রাত রেখে দিতে পারেন। কিন্তু এরপরের ধাপে আপনাকে হেয়ার প্যাক লাগাতে হবে বিধায় ১ ঘণ্টা চুলে তেল রেখে শ্যাম্পু করে ফেলুন ভালো করে। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন। এরপর চুল ফ্যানের বাতাসেই শুকিয়ে নেয়ার চেষ্টা করুন কিছুটা।
  • চতুর্থ ধাপ- হেয়ার প্যাক

আপনি চাইলে বাজার থেকে যে কোনো ভালো আপনার চুলে স্যুট করে এমন হেয়ার প্যাক কিনতে পারেন। অথবা ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প খরচের একেবারে প্রাকৃতিক হেয়ার প্যাক। খুবই সাধারণ যে প্যাকটি লাগাতে পারেন তা হচ্ছে ২ টি ডিম ভেঙে এতে পরিমাণমতো নারকেল তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে খুব ভালো করে লাগিয়ে নিন। খানিকক্ষণ এভাবেই রেখে আবার হট টাওয়েল পদ্ধতি ব্যবহার করুন ২০ মিনিটের জন্য। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।যদি আপনি মেহেদীর প্যাক লাগাতে চান তাহলে শুধুমাত্র পানি দিয়ে চুল ধোবেন। এবং পরের দিন শ্যাম্পু করবেন। এতে ১ রাত চুলে মেহেদী কাজ করতে পারে এবং ভালো ফলাফল পাওয়া যায়।
ব্যস, হয়ে গেলো আপনার হেয়ার স্পা। একবার করেই দেখুন না, বেশ অল্প খরচেই ভালো ফলাফল পাবেন। যদি পারেন নিয়মিত মাসে ২ বার করে এই পদ্ধতি পালন করে দেখুন।

Comments