বরফ দিয়েই ২৫ মিনিটে কাপড় থেকে তুলে ফেলুন রক্তের দাগ!!!

কাপড়ে অযাচিত দাগ কখনোই কাম্য নয়। তারউপর তা যদি হয় ঈদের জামায়- তবে তো উৎসবই মাটি। কিন্তু কোরবানির ঈদে রক্তের দাগ কাপড়ে লেগে যাওয়া অস্বাভাবিক কিছু না।

ঈদের রঙে নিজেকে সাজাতে যে পােশাকটি খুব পছন্দ করে দাম দিয়ে কিনেছেন- সেখানে যদি লাগে রক্তের দাগ, তবে?
দুশ্চিন্তার কিছু নেই, রক্তের দাগ মুছতে লন্ড্রি বাড়ি দৌড়াতে হবে না। এমনকি বাথরুমে পোশাকটি ফেলে দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে অন্য পোশাকে ঘুরে বেড়াতে হবে না। খুব কম সময়ে কারো সাহায্য ছাড়াই দূর করা যায় রক্তের দাগ। আর তার জন্য প্রয়োজন নেই দামী কোন উপাদান- হাতের নাগালে ফ্রিজে রাখা বরফের টুকরো দিয়েই মুছে ফেলুন রক্তের দাগ।
ভিডিওটি দেখে শিখে নিন বরফ দিয়ে কাপড় থেকে রক্তের দাগ মুছে ফেলার চটজলদি উপায়। মাত্র ২৫ মিনিটেই চলে যাবে রক্তের দাগ, পোশাক হয়ে যাবে নতুন। দেখে বোঝায় উপায় থাকবে না, কিছুক্ষন আগেই রক্তের দাগ লেগেছিলো ঈদের পোশাকে

Comments